ফাইনালে যাওয়ার অন্তিম লড়াইয়ে রংপুর রাইডার্সের মুখোমুখি হয়েছে বরিশাল বুলস। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগেই বিগ ব্যাশ খেলার জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন দলের প্রধান ব্যাটিং ভরসা ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের এই মারকুটে ব্যাটসম্যানের অনুপস্থিতিতে ব্যাট হাতে শুরুটা ভালোভাবে করতে পারেনি বরিশাল। ১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ রান সংগ্রহ করতেই হারিয়েছিল দুইটি উইকেট। তবে সাব্বির রহমানের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বরিশাল। এই প্রতিবেদন লেখার সময় আট ওভার শেষে বরিশালের সংগ্রহ : ৫৪/২।
দ্বিতীয় ওভারে ওপেনার রনি তালুকদারকে আউট করেছিলেন আরাফাত সানি। পরের ওভারে আরেক ওপেনার সেকুগে প্রসানাও সাজঘরে ফিরেছেন সাকিবের শিকার হয়ে। তৃতীয় উইকেটে ৪৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছেন সাব্বির ও শাহরিয়ার নাফীস। ২৭ রান নিয়ে ব্যাট করছেন সাব্বির। নাফীস অপরাজিত আছেন ১৫ রান করে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে লেন্ডল সিমন্সের ৭৩ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ১৬০ রান জমা করেছিল রংপুর রাইডার্স।
প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে হেরে যাওয়ায় দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হচ্ছে রংপুরকে। অন্যদিকে শনিবার এলিমিনেটর ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে ফাইনালে যাওয়ার চূড়ান্ত লড়াইয়ে এসেছে বরিশাল।
No comments:
Post a Comment