Social Icons

Tuesday, December 1, 2015

ধোঁয়াশায় ঢাকা বেইজিং, হাজারো কারখানা বন্ধ ঘোষণা



চীনের রাজধানী বেইজিংয়ে দ্বিতীয় দিনের মতো ধোঁয়াশা অব্যাহত থাকায় হাজারেরো বেশি কারখানা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। মঙ্গলবারও শহরটি ঢেকে ছিল ধোঁয়াশায়। এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত নিরাপদ মাত্রার চেয়ে ২৪ গুণ বেশি দূষিত ছিল শহরটির বাতাস।
 
জলবায়ু পরিবর্তন রোধে প্যারিসে জলবায়ু সম্মেলন শুরুর হওয়ার পর বেইজিংয়ের এমন দুরবস্থার খবর বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। ক্ষতিকর গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাস করতে চুক্তিতে উপনীত হওয়ার চেষ্টা চালাচ্ছেন বিশ্বনেতারা। চীনের প্রেসিডেন্টও সেই বৈঠকে যোগ দিতে এখন প্যারিসে অবস্থান করছেন।
 
এএফপির খবরে জানানো হয়, বেইজিংয় এখন ঘন ধোঁয়াশায় ঢেকে রয়েছে। ধোঁয়াশার মধ্যে থাকা ক্ষতিকর কণা প্রতি ঘনমিটার বাতাসে ৫৯৮ মাইক্রোগ্রামে পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাতাসে থাকা অবাঞ্ছিত কণার সহনীয় মাত্রা প্রতি বর্গমিটারে সর্বোচ্চ ২৫ মাইক্রোগ্রাম।
সোমবার বেইজিংয়ে দূষণের সতর্কতা দ্বিতীয় সর্বোচ্চ অবস্থায় তুলে 'কমলা' করে দেয়া হয়। এই মাত্রার সতর্কতায় জারি করা হলে হাইওয়েতে যান চলাচল ও নির্মাণকাজ বন্ধ করে বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করতে পরামর্শ দেয়া হয়।
 
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে জানানো হয়, ভয়াবহ দূষণের চীন সরকার দুই হাজার ১০০ কারখানা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এছাড়াও জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়। বেইজিং ও সাংহাই থেকে বিভিন্ন গন্তব্যে ৩০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
 
এসব ফ্লাইটের বেশির ভাগেরই শানজি শহরে যাওয়ার কথা ছিল। চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদনকারী ওই প্রাদেশিক নগরে বায়ুদূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে।













No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates