Tuesday, January 5, 2016
চট্টগ্রামে বিএনপি : অবৈধ নির্বাচনের জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করা হবে
বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের অবৈধ নির্বাচনের সাথে জড়িত সহযোগিদের বিচারের জন্য আলাদা একটি ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ আইনে তাদের বিচার করা হবে। তিনি মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মহানগর বিএনপি’র উদ্যোগে ৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক দলীয় সমাবেশ প্রধান অথিতি’র বক্তব্যে এ হুঁসিয়ারী উচ্চারণ করেন। দলীয় কার্যালয় নগরীর নাসিমন ভবনের সামনে নুর আহমদ সড়কে অনুষ্ঠিত সমাবেশে আমীর খসরু বলেন, অবৈধ উপায়ে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ আজ দেশে একটির পর একটি নতুন ধারার নির্বাচন করছে। আর তাদের এ কথিত নির্বাচনে কিছু সরকারী আমলা, পুলিশের একটি অংশ র্যাবও বিজেবি’র একটি অংশ মিলে সহযোগিতা করছে। আর সিন্ডিকেটের প্রধান হচ্ছে আমাদের সিইসি। আওয়ামী লীগের এসব অবৈধ কাজের সকল সহযোগিদের তালিকা তৈরী করা হচ্ছে উল্লেখ্য করে আমীর খসরু বলেন, যারা জনগণের ভোট চুরি করেছে যারা সহযোগিতা করেছে সে সব প্রিসাইডিং অফিসার, যারা অস্ত্রনিয়ে কেন্দ্র দখল করেছে সেসব সন্ত্রাসীদের কঠোর আইনে বিচারের মুখোমুখি করা হবে। মহানগর বিএনপি’র সহ সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আমীর খসরু আরো বলেন, দেশে এখন কারো স্বাধীনতা নেই। জনগণের কথা বলার অধিকার কেড়ে নয়া হয়েছে। মিডিয়ার স্বাধীনতা নেই। তারা এখন আর ইচ্ছামত সত্য প্রকাশ করতে পারছে না। সাংবাদিকরা তাদের ক্যারিয়ার গড়ে তুলতে পারছে না। এখন শেখ হাসিনা তার দলের ক্যারিয়ার গঠনে ব্যস্ত হয়ে উঠেছে উল্লেখ্য করে তিনি বলেন, “এক সময় মানুষ আগ্রহ নিয়ে টেলিভিশনে টক শো দেখতো, কিন্তু এখন মানুষ টক শো দেখে না। টকশো এখন শেখ হাসিনার ফক্স শোতে পরিণত হয়েছে। টকশোতে যাওয়াও এখন নিরাপদ না। কারণ টকশো থেকে বের হলো হামলা এবং পুলিশ গ্রেফতার কওে বলে উল্লেখ করেন আমীর খসরু। এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন সাইফুল আলম, এম এ আজীজ,মোহাম্মদ মিয়া ভোলা, যুবদল নেতা মোশারফ হোসেন দিপ্তী, ইয়াছিন চৌধুরী লিটন, সাহেদ বক্স, ছাত্রদলের সভাপতি গাজী মোঃ সিরাজ উল্লাহ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু। দুপুর থেকে নগরীর ৪১টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। বিপুল সংখ্যক পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিল। সমাবেশ চলাকালে কাজীর দেউড়ি থেকে লাভলেইন পর্যন্ত নূর আহমদ সড়কের এক পাশে যানবাহন চলাচল বন্ধ ছিল। সমাবেশ শেষ যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment