Social Icons

Friday, January 1, 2016

দিন বদলাবে, গণতন্ত্র ফিরে আসবে : ফখরুল

বাংলাদেশে 'দিন বদলাবে, গণতন্ত্র ফিরে আসবে' বলে প্রত্যাশা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, 'আমরা প্রত্যাশা করছি, ২০১৬ সালেই গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব হবে এবং এই বছরে ফ্যাসিবাদ স্বৈরতন্ত্রকে পরাজিত করে গণতন্ত্রের নতুন দিগন্তের উদয় হবে। জনগণের যে বিজয়, এই বছরে সেই বিজয় সূচিত হবে।'
বিএনপি ২০১৫ সাল শুরু করেছিল সরকারপতনের আন্দোলনে টানা অবরোধ-হরতাল দিয়ে। সেই আন্দোলনে ব্যর্থতার পর পৌর নির্বাচনে ভরাডুবির মধ্য দিয়ে দলটির বছর শেষ হয়। নতুন বছরে অবস্থার পরিবর্তন আশা করছেন ফখরুল, যিনি ২০১১ সালের মার্চ থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন।
'আমরা মনে করি, গণতন্ত্র ফিরিয়ে আনার মধ্য দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে। নিঃসন্দেহে দেশে পরিবর্তন সূচিত হবে, জনগণের বিজয় অবশ্যই অর্জিত হবে।'
বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ নেতা-কর্মীদের নিয়ে জিয়ার কবরে ফুল দিতে আসেন বিএনপির মুখপাত্র ফখরুল।
বিএনপি চেয়ারপারসনের ‍উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, সহ ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু ও সাবেক সভাপতি আবদুল কাদের ভুঁইয়া এ সময় উপস্থিত ছিলেন।

 বিডি নিউজ।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates