Social Icons

Monday, January 4, 2016

বিগব্যাশে নারী উপস্থাপিকাকে গেইলের 'নীতিবহির্ভূত' প্রস্তাব

বিগ ব্যাস লিগের  ম্যাচ চলাকালীন নতুন কাণ্ড ঘটালেন ক্যারিবিয়ান বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল।  আইপিএলের সময় খেলার মাঝপথে এক নারী উপস্থাপিকা বিগ ব্যাসের ম্যাচে ডাগ আউট বসা গেইলকে প্রশ্ন করলেন। প্রশ্নটা ছিল ম্যাচ সংক্রান্ত। কিন্তু সুন্দরী সাংবাদিক/অ্যাঙ্করের সৌন্দর্যে নিজের খেই হারিয়ে ফেললেন গেইল। মেলবোর্ন রেনেগাদেসের হয়ে ১৫ বলে ৪১ রানের ইনিংস খেলার পর গেইল বলে বসলেন এমন এক কথা যার জন্য তাকে বিতর্কে জড়াতে হলো। গেইল সেই সুন্দরী অ্যাঙ্কর, যার নাম মেল ম্যাকলাঘিন তাঁকে বললেন, 'তোমার চোখ দুটো খুব সুন্দর'। বিতর্কটা অবশ্য এর জন্য নয়। বিতর্কটা হল গেইলের পরের কথাটা নিয়ে।  জামাইকার এই ব্যাটসম্যান বললেন, 'চল আমরা আজ একসঙ্গে ড্রিঙ্ক করতে যাই। 'গেইল যখন ফ্লার্ট করে এসব কথা বলছেন, তখন ম্যাচ সরাসরি দেখানো হচ্ছে টিভির পর্দায়। গেইলের এই প্রস্তাবে বিড়ম্বনায় পড়লেন সেই নারী অ্যাঙ্কর। তবে দারুণ সামলে দিলেন মেল। গেইল বললেন, আমার প্রশংসা শুনে তুমি লজ্জায় লাল হয়ে গেছো। নারী অ্যাঙ্করের সটান জবাব, না, না তুমি ভুল ভাবছো। যে জবাবের টুইটে প্রশংসা করলেন ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত অ্যান্ড্রু ফ্লিনটফ। পুরো ঘটনায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাস লিগের আয়োজকরা। খুব সম্ভবত খেলা চলাকালীন এভাবে ফ্লার্ট করার দায়ে গেইলকে শোকজ করা হতে পারে। নারী অ্যাঙ্করের প্রতি গেইলের এই ব্যবহার অসম্মানজনক বলছে ক্রিকেট অস্ট্রেলিয়ার একাংশ।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates