Wednesday, January 6, 2016
অভিনয়েই ব্যস্ত ইশানা
লাক্সতারকা ইশানা এখন শুধু অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগের মতো তাকে মডেলিংয়ে দেখা যাচ্ছে না। সম্প্রতি তিনি শেষ করলেন চারটি এক খণ্ডের নাটকের কাজ। নাটকগুলো হলো প্রাচ্য পলাশের পরিচালনায় ‘ভ্রমণ’, মহিউদ্দিন মাসুমের ‘শোধ’, তারিক স্বপনের ‘মিডনাইট গেস্ট’ ও দেলোয়ার হোসেন দিলের ‘শেষ প্রাপ্তি’। নাটকগুলোতে তার সহশিল্পী হিসেবে আছেন মীর সাব্বির, শাহেদ, সামিনা চৌধুরী ও নাঈম। অভিনয়ে ব্যস্ততা প্রসঙ্গে ইশানা বলেন, ‘এক কথায় বেশ ভালো সময় কাটছে আমার। ধারাবাহিকে কাজ করার পাশাপাশি একক নাটকেও প্রচুর সময় দিতে হচ্ছে। যে নতুন চারটি একক নাটকে অভিনয় করেছি, প্রত্যেকটিরই গল্প চমত্কার। একেকটিতে আমার চরিত্র একেক রকম। আশা করি নাটকগুলোতে আমার অভিনয় দর্শকের ভালো লাগবে। আমি আগের চেয়ে অভিনয়ে এখন আরও বেশি সিরিয়াস। একজন গুণী অভিনেত্রী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।’ ইশানা জানান নতুন চারটি একক নাটক শিগগিরই বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে ইশানা অভিনীত কায়সার আহমেদ পরিচালিত ধারাবাহিক নাটক ‘সহযাত্রী’, ‘ইয়েস ম্যাডাম নো স্যার’, সবুর খানের ‘দাগ’, সৈয়দ শাকিলের ‘সম্রাট’, ইরানী বিশ্বাসের ‘মনের জানালা’ ও অসীম গোমেজের ‘ফেরারী’ বিভিন্ন চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment