Social Icons

Monday, January 4, 2016

ফেসবুকে অপরিচিত কাউকে বন্ধু নয়, পর্ন দেখা নয়; সুন্দরী নারীদের থেকে দূরে

এখনও সন্ত্রাসের কবলে পাঠানকোট। জঙ্গি দমনে বিমানসেনার ঘাঁটিতে আরও একটি বিমান ঢুকে পড়েছে বলে খবর পাওয়া গেছে। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে জঙ্গিদের। ঘিরে ফেলা হয়েছে বিমানসেনার ঘাঁটি। শেষ খবর মেলা পর্যন্ত, ইতিমধ্যেই বিমানসেনার ৬ জওয়ানের মৃত্যু হয়েছে। গোয়েন্দাদের অনুমান, একটি নয়, পর পর জঙ্গিদের ২টি দল বিমানসেনার ওই ঘাঁটিতে ঢুকে পড়েছে। যার ফলে সোমবার সকালে ফের বিস্ফোরণের শব্দ মেলে পাঠানকোটে। যার জেরে চলছে সেনা অভিযান। এদিকে, পাঠানকোট হামলার জেরে তড়িঘড়ি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশপাশি, আফগানিস্থানে মাজার-ই-শরিফ-এ আফগানিস্তানের ভারতীয় দূতাবাসে হামলার বিষয়েও কথা বলা হবে বলে জানা যাচ্ছে। রবিবার রাতে হামলার সময়, প্রথম দফায় প্রায় ২০ মিনিট ধরে গুলি চালায় জঙ্গিরা। কিছুক্ষণ আগে কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। যদিও, শেষ খবর পাওয়া পর্যন্ত, কোনো জঙ্গি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। অন্যদিকে, এবার জঙ্গিদের থেকে সাবধান করতে বেশ কিছু ডু’জ অ্যান্ড ডোন্ট’স বেঁধে দিল সেনাবাহিনী। সেনাবাহিনীতে কর্মরতদের পরিবারের উদ্দেশে নির্দেশ, কোনো অচেনা ব্যক্তির বন্ধুত্বে সাড়া দেওয়া যাবে না। ইউনিফর্ম পরা কোনো ছবিও সোশাল সাইটে পোস্ট করা যাবে না। সাবধান সুন্দরী নারীদের থেকেও। পাশপাশি, ফেসবুক সহ অন্য সোশাল সাইটগুলিতে পর্ন ভিডিও-ও দেখা যাবে না বলে দেওয়া হয়েছে নির্দেশ। পাঠানকোটের এয়ারম্যান কে কে রঞ্জিত সম্প্রতি এক মহিলার সঙ্গে বন্ধুত্বের পর তাঁকে বেশ কিছু তথ্যই দিয়েছিলেন বিমানসেনার ঘাঁটি সম্পর্কে। বিষয়টি জানাজানি হতেই ছড়ায় চাঞ্চল্য। এরপর কে কে রঞ্জিতকে জেরা করার পর সেনাবাহিনীর প্রাথমিক অনুমান ছিল, ওই নারী কোনো সাংবাদিক হবেন। পরবর্তীকালে জানা যায়, দামিনী নামে ওই নারী আদতে একজন গুপ্তচর ছিলেন। ওই ঘটনার পর পরই সতর্ক হয়ে যায় সেনাবাহিনী। সেনাবাহিনীতে কর্মরত জওয়ানদের পরিবারকে দেওয়া হয় বেশ কিছু নির্দেশ। পাশপাশি কর্মরত কারও নাম বা পদের কোনো উল্লেখ করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates