Social Icons

Monday, January 4, 2016

নয়া পল্টনে জনসভায় থাকবেন খালেদা

জনসভার পরিবর্তিত স্থান নয়া পল্টনেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্য দেবেন।


সোমবার পুলিশের অনুমতি মেলার পর নয়া পল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা জানিয়েছেন।

দশম সংসদ নির্বাচনের বছর পূর্তির দিন মঙ্গলবার খালেদা জিয়ার জনসভার জন্য সোহরাওয়ার্দী উদ্যান চেয়েছিল বিএনপি। এই দিনটি তারা ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে। 

একই দিন ওই স্থানে আওয়ামী লীগও ‘গণতন্ত্র রক্ষা দিবসের’ সমাবেশ করতে চাইলে উত্তেজনা দেখা দেয়।

এরপর পুলিশ সোমবার নয়া পল্টনে বিএনপিকে এবং বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগকে সমাবেশ করতে শর্ত সাপেক্ষে অনুমতি দেয়।

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “আমরা ইতোমধ্যে জনসভা করার প্রশাসনিক সকল অনুমতি নিশ্চিত হয়েছি। কাল বেলা ২টায় এই অফিসের সামনে সড়কে জনসভার কার্যক্রম শুরু হবে। শেষ হবে মাগরিবের নামাজের আগে।

“জনসভার পরিসীমা হচ্ছে- নয়া পল্টন সড়কের কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তোরাঁ মোড় থেকে ফকিরেরপুল মোড় পর্যন্ত।”

ঢাকা মহানগরে দলের বিভিন্ন শাখা এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের শান্তিপূর্ণভাবে এই জনসভায় অংশ নেওয়ার আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব।

“জনসভায় আসতে আপনারা রাস্তায় কিংবা কোথাও কোনো প্রকার যানজট সৃষ্টি না করে বিভিন্ন যানবাহনের মাধ্যমে সুশৃঙ্খলভাবে আসবেন। যে পরিসীমার কথা আমি বলেছি, সেখানে যানবাহন থেকে নেমে আপনারা জনসভাস্থলে আসবেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates