Wednesday, January 6, 2016
চিনি ত্বকের লাবণ্য বাড়ায়
চিনির অপকারিতার তালিকাটা অনেক বড়। ডায়াবেটিসের রোগীদের সবচেয়ে বড় শত্রু চিনি । চিনির অপকারিতার পাশাপাশি চিনির বেশ কিছু গুণ রয়েছে। আমরা অনেকেই জানি না, শরীরের সঙ্গে ত্বকের জন্যেও চিনি উপকারী । সেই গুণ নিয়েই আলোচনা করব। কাঁচা নুন খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকর। সেইসঙ্গে নুন ত্বকেরও ক্ষতি করে। নুনের মধ্যে থাকা সোডিয়াম ত্বকের ময়েশ্চারাইজ়ার কেড়ে ত্বককে রুক্ষ করে তোলে। কিন্তু, চিনিতে থাকা হিউমেকট্যান্ট । এই উপাদানই ত্বকের ময়েশ্চরাইজ়ার বজায় রাখে। ত্বকের এক্সফোলিয়েশনের জন্য চিনি ভীষণ উপকারী। চিনিতে থাকা গ্লাইকোলিক অ্যাসিড, আলফা হাইড্রক্সি অ্যাসিড, যা ত্বকের নতুন কোশের বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক। এ ছাড়াও রিংকলস্, সান স্পট, ফাইন লাইন ও অ্যান্টি এজিংয়ের মতো ত্বকের একাধিক সমস্যা মেটাতে চিনি যথেষ্ট কার্যকরী। জলের সঙ্গে চিনির মিশ্রণ তৈরি করে মিশ্রণটি স্ক্রাবার হিসেবে ব্যবহার করা যেতে পারে । ভালো ফল পেতে চাইলে ঠান্ডা জলের পরিবর্তে উষ্ণ গরম জল ব্যবহার করুন।
Labels:
লাইফস্টাইল
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment