Sunday, January 3, 2016
আততায়ীর গুলিতে নিহত মেক্সিকোর নারী মেয়র
শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই আততায়ীর গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন মেক্সিকোর নারী মেয়র। রাজধানী মেক্সিকো সিটি থেকে ৯০ কিলোমিটার দূরে টেমিক্সকো শহরের মেয়র হিসেবে নির্বাচিত গিসেলা মোতার বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে আততায়ীরা। এই পুরো ঘটনায় ক্ষুব্ধ দেশবাসী। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। এদিকে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। মেয়রের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির রাষ্ট্রপ্রধান। প্রসঙ্গত, গতকাল শনিবার মেয়র হিসেবে শপথ নেন গিসেলা মোতার । তিনি বলেছিলেন, শহরের সব অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে। টেমিক্সকো শহর হলো অপরাধীদের স্বর্গরাজ্য। মনে করা হচ্ছে, সেই কারণেই হয়তো মেয়রকে এভাবে খুন হতে হলো।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment