Social Icons

Monday, January 4, 2016

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমান চলাচল চুক্তি হচ্ছে

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান চলাচল চুক্তি হচ্ছে। এ-সংক্রান্ত খসড়া অনুমোদনের জন্য আজ মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। যুক্তরাষ্ট্রে ফ্লাইট পরিচালনার প্রধান শর্ত হচ্ছে বাংলাদেশের সিভিল এভিয়েশনের মান যুক্তরাষ্ট্রের এফএএ ক্যাটাগরি ১-এ উন্নীত করা। দীর্ঘদিন ধরে সিভিল এভিয়েশনের মান ১-এ উন্নীত করার চেষ্টা করছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ থেকে কোনো এয়ারলাইনস সরাসরি যুক্তরাষ্ট্র যেতে পারে না। এমনকি বাংলাদেশ সরকারের মালিকানাধীন বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসও যুক্তরাষ্ট্রে যেতে পারে না। যেকোনো দেশের মধ্যে নিয়মিত ফ্লাইট পরিচালনার প্রাথমিক শর্ত হচ্ছে উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদন করা। দুই দেশের মধ্যে ২০১৩ সালে ওয়াশিংটনে বিমান চলাচলের জন্য মেমোরেন্ডাম অব কনসালটেশন স্বাক্ষরিত হয়। এর ওপর ভিত্তি করেই বিমান চলাচল চুক্তির খসড়া করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে যে চুক্তিটি করা হচ্ছে তা যুক্তরাষ্ট্রের ওপেন স্কাই পলিসির আলোকে। চুক্তিতে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন উভয় দেশের কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে। উভয় দেশ যেকোনো সংখ্যক বিমান সংস্থাকে তাদের মনোনীত সংস্থা হিসেবে  ফ্লাইট পরিচালনার জন্য মনোনয়ন করতে পারবে। আজকের মন্ত্রিসভা বৈঠকে বিমান চলাচল চুক্তি অনুমোদন ছাড়াও ‘পাট আইন ২০১৫’ রয়েছে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates