Saturday, January 9, 2016
এল সালভাদোরের সাবেক মন্ত্রীকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র এলসালভাদরের সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে শুক্রবার বহিষ্কার করেছে। জোস গুইলেরমো গ্রাসিয়া (৮২) এলসালভাদোরে গৃহযুদ্ধ চলাকালে মানবতা লঙ্ঘনজনিত অপরাধে অভিযুক্ত হন। ১৩১ জন সালভাদোরানের সাথে তাকে সান সালভাদোর আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে দেখা গেছে। তাদের আমেরিকা থেকে জোরপূর্বক বহিস্কার করা হয়। ১৯৮০ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত দেশটিতে গৃহযুদ্ধ চলে। এ সময় বিমানবন্দরে অপেক্ষমান মানবাধিকার কর্মীরা ‘খুনী’ ‘খুনী’ বলে চিৎকার করছিল। এল সালভাদোরের মার্কিন দূতাবাস কর্তৃপক্ষকে জানায়, যুক্তরাষ্ট্রে থাকার জন্য গ্রাসিয়া যে আবেদন করেছিলেন একটি অভিবাসন আপিল আদালত তা প্রত্যাখ্যান করার পর তাকে বহিষ্কার করা হয়। অবসরপ্রাপ্ত জেনারেল গ্রাসিয়া ১৯৭৯ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মার্কিন দূতাবাস জানায়, এল সালভাদোরের গৃহযুদ্ধ চলাকালে মানবাধিকার লঙ্ঘনে’ তার ভূমিকার জন্য যুক্তরাষ্ট্রের এক বিচারক তার বহিষ্কারাদেশে স্বাক্ষর করেন। ওই সময় বামপন্থী গেরিলাদের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এল সালভাদোরের সামরিক সরকারকে সহায়তা দেয়। ওই যুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও কিউবা গেরিলাদের সমর্থন দেয়। ভয়াবহ রক্তক্ষয়ী ওই যুদ্ধে ৭৫ হাজারের বেশি লোক নিহত ও সাত হাজার লোক নিখোঁজ হয়।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment