দুই দিন পিছিয়ে ১২ জানুয়ারি মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। আগের সূচী অনুসারে ১০ জানুয়ারি 'লংগার ভার্সন'র এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা থাকলেও বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান লিগ দুইদিন পেছানোর বিষয়টি নিশ্চিত করেন। পেছানোর চেয়েও অবশ্য বড় আলোচনা হয়ে উঠলো খেলোয়াড় বন্টন নিয়ে বিসিবি ও দুটি ফ্রাঞ্চাইজির মধ্যে মতোবিরোধের বিষয়টি।
বুধবার মিরপুরে বিসিএলের সংবাদ সম্মেলনে চার ফ্র্যাঞ্চাইজির মধ্যে ওয়ালটন ও প্রাইম ব্যাংকের কোন প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বিসিবি উত্তরাঞ্চলের পক্ষে উপস্থিত ছিলেন, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন, ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের প্রতিনিধি হিসেবে ছিলেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম।
এ ছাড়া টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান উপস্থিত ছিলেন। ওয়ালটন মধ্যাঞ্চল এবং প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের কোন প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তারা এর আগে বিসিবির সাথে বৈঠক করে জানিয়েছেন যার যার অঞ্চলে যেসব খেলোয়াড় আছে, সেইসব খেলোয়াড়দের সেই দলে খেলতে দিতে হবে। দাবি না মানায় লিগের সংবাদ সম্মেলন বর্জন করে এই দুই ফ্র্যাঞ্চাইজি দুটি। সংবাদ সম্মেলন বর্জন করলেও তারা লিগে খেলবে এমনটি নিশ্চিত করেছে বিসিবি।
সূত্র মারফত জানা যায় আগামী বছরে এই নিয়মের পরিবর্তন না হলে তথা এলাকার খেলোয়াড়কে এলাকার দলে খেলানোর সুযোগ না দিলে ওয়ালটন আর মধ্যাঞ্চলের স্পন্সর হিসেবে থাকছে না।
আগেই জানানো হয়েছিলো এবারের লিগ ডাবল লিগ পদ্ধিতেতে হবে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম ও রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বিসিএলের ম্যাচগুলো হবে। চারদিনের ম্যাচে নামার আগে তিনদিন করে বিশ্রাম পাবেন ক্রিকেটাররা।
আগের তুলনায় ম্যাচ বাড়লেও বাজেট ঘাটতির কারণে বিসিএলে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ছে না বলে জানান বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান। ম্যাচ প্রতি ৪০ হাজার টাকা পাবেন ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন দল পাবে ৩৫ লাখ আর রানার্সআপ দল পাবে ১৫ লাখ টাকার অর্থ পুরস্কার। উইনিংবোনাস মানি ১ লাখ, ম্যান অব দ্য ম্যাচ ২৫ হাজার ও ম্যান অব দ্য টুর্নামেন্ট পাবেন ১ লাখ টাকা পুরস্কার।


No comments:
Post a Comment