Friday, January 8, 2016
যুক্তরাষ্ট্রে আইএসের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ২
যুক্তরাষ্ট্রে আইএসের সাথে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, আইএসের হয়ে যুদ্ধ করতে সেখানে ফিরে যাওয়ার অভিযোগে সিরিয়ার এক শরণার্থীসহ আইএসের সাথে যুক্ত এ দুই ব্যক্তিকে শুক্রবার ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে আদালতে হাজির করার কথা রয়েছে। মার্কিন প্রশাসন সূত্রে জানা গেছে, গত মাসে উগ্রবাদী এক মুসলিম দম্পতি ক্যালিফোর্নিয়ায় হামলার পর যুক্তরাষ্ট্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রেক্ষাপটে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। ক্যালিফোর্নিয়ায় ওই হামলায় ১৪ জন নিহত হয়। এছাড়াও গত নভেম্বর মাসে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়। এসব হামলার কারণে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার শরণার্থীরা আরো নজরদারির মুখে পড়ে। এ ঘটনায় ফৌজদারি অভিযোগ পত্রে বলা হয়েছে, ইরাকি বংশোদ্ভূত ফিলিস্তিনি আওয়াস মোহাম্মাদ ইউনিস আল-জায়াবকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। ২০১২ সালে শরণার্থী হিসেবে সে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। সে সিরিয়ায় বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের হয়ে যুদ্ধ করে। আর ইরাকি বংশোদ্ভূত অপর ফিলিস্তিনি নাগরিক ওমর ফরাজ সাঈদ আল-হার্দানকে আইএস গ্রুপকে রসদ যোগান দেওয়ার চেষ্টার অভিযোগে বুধবার টেক্সাস থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment