Sunday, January 3, 2016
থানার মধ্যেই মধুচক্র, ১০ নারী-পুরুষ পুলিশ অভিযুক্ত
রাত পর্যন্ত কাজ করতে হবে। তাই থানাতেই সেনা ও পুলিশ কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। নারী কর্মীদেরও রাত-বিরেতে বাড়ি ফেরার ঝামেলা কমাতে মাথা গোঁজার ঠাঁই তৈরি করা হয়েছিল। কিন্তু রাত্রিনিবাসই যে যৌনতার আখড়া হয়ে যাবে, ভাবেননি কর্তারা। ব্রাসেলসে থানার মধ্যে বেলজিয়ান সেনা এবং পুলিশের এমন সেক্স পার্টি চালানোর দায়ে অভিযুক্ত ৮ পুরুষ পুলিশ এবং ২ নারী পুলিশ। প্যারিসে আইএস হানার পর থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বেলজিয়াম জুড়ে। ১৩ নভেম্বর ১৩০ জনের প্রাণঘাতী প্যারিস হামলার পর জঙ্গিদের লুকিয়ে থাকার ঘাঁটি হিসেবে সন্দেহের তালিকায় শীর্ষেই রয়েছে বেলজিয়াম। এখনও চলছে তল্লাশি। আর এই তল্লাশি চালানোর সুবিধার জন্যই ব্রাসেলসের গানশোরেন পুলিশ স্টেশনে ব্যারাক তৈরি করা হয়। রাত ১০টায় থানা বন্ধ হয়ে যায়। এর পরে সেখানে ২০ জন জওয়ানের থাকার ব্যবস্থা করা হয়। থানার একটি তলা পুরোপুরি ডরমিটরি বানিয়ে ফেলা হয় যাতে মিলিটারি ও পুলিশের কর্মীরা রাতে সেখানে থাকতে পারেন। কিন্তু একদিন... একদিন সকালে হ্যান্ডওভার নিতে আসা নিরাপত্তা কর্মীরা দেখেন, রাতের থানাকে মধুচক্র বানিয়ে ফেলার দৃশ্য। সকাল হয়ে গেলেও কমেনি উত্তেজনা। স্থানীয় নারী পুলিশ আর বহিরাগত সেনাকর্মীদের জমাট নিশি-বাসর। এর পরে শুরু হয়েছে অভিযোগ, পালটা অভিযোগ, জিজ্ঞাসাবাদ, তদন্ত। ভাবা হচ্ছে থানার মধ্যে একই সঙ্গে মোম এবং আগুন রাখা ঠিক হবে কিনা।
Labels:
আন্তর্জাতিক
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment