সমুদ্রসীমায় অনুপ্রবেশের অভিযোগে বন্দি ১০ নাবিককে মুক্তি দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়।
নাবিকদের মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, ‘বিষয়টির নিষ্পত্তি হওয়ার মধ্য দিয়ে বোঝা গেল, দেশকে নিরাপদ রাখতে আমাদের কূটনীতি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
তবে যুক্তরাষ্ট্রের বিরোধী দল রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট মনোনয়নপ্রত্যাশীরা নাবিকদের মুক্তি দেওয়ার বিষয়টি সঠিকভাবে মধ্যস্থতা করতে না পারার অভিযোগ এনেছে সরকারের বিরুদ্ধে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ক্ষমা চাওয়ার পর নাবিকদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নৌকাগুলোতে সমস্যা ছিল। তাই বলে ‘ক্ষমা চাওয়ার কিছু নেই’।
গত মঙ্গলবার সমুদ্রসীমায় অনুপ্রবেশের অভিযোগে দুটি নৌকাসহ ১০ নাবিককে আটক করে ইরান। আটকের পরপরই পেন্টাগনের পক্ষ থেকে এ বিষয়ে বিবৃতি দেওয়া হয়। আর ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হয়।
No comments:
Post a Comment