Social Icons

Wednesday, January 13, 2016

২৫ ফেব্রুয়ারি মুক্তি পাবেন সঞ্জয়: আইনজীবী

মুন্নাভাই খ্যাত সঞ্জয় দত্তের মুক্তির খবর নিয়ে ভিন্ন ভিন্ন দিনের কথা বিভিন্ন মিডিয়া প্রকাশ করা হয়। অবশেষে চূড়ান্ত দিনের কথা জানালেন সঞ্জয়ের আইনজীবী। আইনজীবী জানান, আগামী ২৫ ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্তি পাবেন সঞ্জয় দত্ত। এর আগে ২৭ ফেব্রুয়ারি এবং মার্চ মাসের কথা বলা হয়েছিল। সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই জেল থেকে মুক্তি পাচ্ছেন সঞ্জয় দত্ত। সংশোধনাগারে থাকাকালীন তার আচরণ সন্তোষজনক হওয়ায়, তাকে আগাম মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র প্রশাসন। মুম্বাইতে ১৯৯৩ সালের বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছিল সঞ্জয় দত্তের বিরুদ্ধে। তবে সেই অভিযোগ প্রমাণিত না হলেও বেআইনিভাবে নিজের কাছে একে-৫৬ রাইফেল এবং পিস্তল রাখার দায়ে ২০০৭ সালে ৬ বছরের জেল হয় সঞ্জয়ের। ১৮ মাস জেল খাটার পর জামিন পান সঞ্জয়। উচ্চতর আদালতে ৬ বছরের দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করলে ২০১৩ সালের মার্চে আপিল খারিজ করেন আদালত। এতে ফের জেলে ফিরতে হয় মুন্নাভাইকে। তবে পুনের ইয়েরওয়াড়া জেলে থাকাকালীন একাধিকবার প্যারোলে মুক্তি পেয়েছেন সঞ্জয়। ২০১৩ এর মে থেকে ২০১৪ এর মে পর্যন্ত একবছরে ১১৮ দিন জেলের বাইরে কাটিয়েছিলেন সঞ্জয়। এনিয়ে সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। তার পর থেকে বেশিরভাগ সময় সংশোধনাগারের ভেতরেই কাটিয়েছেন সঞ্জয় দত্ত। এই সময়ে ভালো ব্যবহারের কথা মাথায় রেখেই তাকে মেয়াদ শেষ হওয়ার কিছুটা আগেই মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates