বেশ কিছুদিন ধরে তারা দলে নেই। ব্রাজিলের নতুন কোচ তিতে এই দুই পরীক্ষিত ফুটবলারকে সুযোগ দিতে চাইলেন। চেলসির মিডফিল্ডার অস্কার ও প্যারিস সেন্ত জার্মেইয়ের ডিফেন্ডার চিয়াগো সিলভাকে তাই ফিরিয়ে আনলেন দলে। ২৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।
২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে ৬ অক্টোবর নাতালে স্বাগতিক বলিভিয়ার সাথে খেলা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এর ৫ দিন পর তারা ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে খেলবে স্বাগতিকদের সাথে। দায়িত্ব নেওয়ার পর তিতের অধীনে দুটি বিশ্বকাপ বাছাই পর্বেই জিতেছেন নেইমাররা। আগের দলে ৬টি পরিবর্তন এনেছেন তিনি। ২০১৫ কোপা আমেরিকার পর আবার ফিরলেন সাবেক অধিনায়ক সিলভা। বায়ার্ন মিউনিখের তারকা দগলাস কস্তাকেও ফিরিয়েছেন কোচ। ইনজুরিতে ছিলেন তিনি। তিতে মনে করেন এবারের দলটি আগের চেয়ে ভারসাম্যপূর্ণ হয়েছে।
তিতে দায়িত্ব নেওয়ার আগে দুঙ্গার অধিনে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের অবস্থা খুব সুবিধার ছিল না। কিন্তু টানা দুই ম্যাচ জিতে দলটি এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তাদের আগে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। পেছনে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা।
ব্রাজিল দল :
গোলকিপার : আলিসন, ওয়েভারতন, আলেক্স মুরালহা।
ডিফেন্ডার : দানি আলভেস, ফাগনার, ফিলিপে লুইস, মার্সেলো, মিরান্দা, গিল, মারকুইনহোস, চিয়াগো সিলভা।
মিডফিল্ডার : কাসেমিরো, ফার্নান্দিনহো, গিউলিয়ানো, রেনাতো অগাস্তো, পলিনহো, ফিলিপে কুতিনহো, লুকাস লিমা, উইলিয়ান, অস্কার।
ফরোয়ার্ড : দগলাস কস্তা, গ্যাবরিয়েল জেসুস, নেইমার, রবার্তো ফিরমিনহো।
No comments:
Post a Comment