আসন্ন বাংলাদেশ ইংল্যান্ড টেস্ট সিরিজে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
ক্রিকেট মাঠের সিদ্ধান্তগুলো আরো নিখুঁত ও শুদ্ধ করার লক্ষ্যেই ডিআরএস-এর উদ্ভাবন করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মাঠের আম্পায়ারদের কোন সিদ্ধান্তে একমত পোষণ না করলে তারা যেকোনো সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে পারবে। তবে বাংলাদেশে এবারই প্রথম ডিআরএস ব্যবহার নয়। গতবছর দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষেও এ পদ্ধতি ব্যবহার করা হয়েছিল।
তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ পদ্ধতির বিরুদ্ধে থাকায় গতবছর ভারতের বিপক্ষে সিরিজে এটা ব্যবহার করা হয়নি। কিন্তু হট স্পট টেকনোলোজি ব্যবহার করা হবে না বাংলাদেশ ইংল্যান্ড সিরিজে। তিন ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। বাসস।
No comments:
Post a Comment