নিজেদের মাঠে নবাগত আলাভেসের কাছে অপ্রত্যাশিত হারের দায় স্বীকার করে নিয়েছেন কোচ লুইস এনরিকে। ন্যু ক্যাম্পে শনিবার রাতে লা লিগায় ২-১ গোলে হারে শিরোপাধারীরা।
বার্সেলোনা কোচ লিওনেল মেসি ও লুই সুয়ারেজকে প্রথম একাদশে রাখেননি। তবে শুরু থেকে মাঠে ছিলেন দীর্ঘদিন পর ক্লাবের পক্ষে খেলতে আসা নেইমার। এর মধ্যেই ব্রাজিলীয় ফরোয়ার্ড ডেইভারসন মাত্র সাত গজ দুর থেকে বল জালে পাঠিয়ে ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে দেন। অবশ্য বিরতির পরের মিনিটেই ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ নেইমারের কর্নার থেকে হেডে সমতা ফেরান।
পরিস্থিতি বুঝে ৬০ মিনিটের সময় মেসিকে মাঠে নামান কোচ এনরিকে। এরপরও ইবাই গোমেজ ৬৪ মিনিটে বক্সের ভেতর বল আয়ত্তে নিয়ে অভিষেক নেয়া বার্সেলোনা গোলরক্ষক জেসপার সিলেসেনকে পরাস্ত করেন। কোচ এনরিকে গোলটির পরপরই মাঠে নামান লুই সুয়ারেজকে। কিন্তু তাতে ২০০০ সালের পর ন্যু ক্যাম্পে আলাভেজের প্রথম জয়টি ঠেকানো যায়নি।
এনরিকে মূলত আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে সেল্টিকের বিপক্ষে খেলাটিকে সামনে রেখেই অ্যাথলেটিকো বিলবাওকে হারানো দলটিতে সাতটি পরিবর্তন এনেছিলেন। এর মধ্যে শুধু মেসি, সুয়ারেজই নন, বেঞ্চে বসেছিলেন আন্দ্রে ইনিয়েস্তাও। তারপরও দলে ছিলেন নেইমার, জাভিয়ের ম্যাশচেরানো, সের্জিও বাসকোয়েটস। কিন্তু বার্সেলোনা নিজের মাঠে কিছু সময় এতটা বাজে খেলে যে এর জন্য তাদের প্রায়শ্চিত্ত করতে হয়।
খেলা শেষে এনরিকে ভুল স্বীকার করে বলেন,‘হারের জন্য আমি দায়ী। এ হারটি আমাদের শেখাবে এবং ভাবাবে। তারা তিনটি প্রয়াস থেকে দুটি গোল করে যা প্রমাণ করে আমরা ভুল ছিলাম, নিখুঁত ছিলাম না।’ তিনি আরো বলেন,‘যা কিছু খারাপ ঘটে, তার প্রধান হলাম আমি। অনেকগুলো পরিবর্তন হলো আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায়।আমি আমার দলের ভেতর থেকে সেরাটাই বের করতে চেষ্টা করি।’
No comments:
Post a Comment