ব্রাজিল ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ জিততে পারে বলে মনে করেন দলটির মিডফিল্ডার ডগলাস কস্তা।
ব্রাজিল সবশেষ বিশ্বকাপ জিতেছে ২০০২ সালে। ঘরের মাঠে গত বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারের লজ্জায় ডুবেছিল সেলেসাওরা।
গত মাসে রিও অলিম্পিকে ফুটবলে সোনা জিতে অবশ্য বিশ্বকাপের হতাশায় কিছুটা সান্ত্বনার প্রলেপ দিয়েছেন নেইমাররা। এরপর রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বেও পরপর দুই ম্যাচ জিতেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
চোটের কারণে অলিম্পিকে খেলা না পারা কস্তার বিশ্বাস, জুনে দায়িত্ব পাওয়া কোচ তিতের অধীনে ব্রাজিল ২০১৮ বিশ্বকাপ জিততে পারে। দলে নেইমার, কুতিনহোদের মতো খেলোয়াড়েরাই তাকে আত্মবিশ্বাস জোগাচ্ছে।
জার্মান পত্রিকা আবেনজেইতাংকে কস্তা বলেন, ‘আমি ব্রাজিলের সঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন হব (২০১৮ সালে)। বিশ্বচ্যাম্পিয়ন হতে যা লাগে, তা আমাদের দলে আছে। নেইমার আর কুতিনহোর মতো খেলোয়াড়রা অনেক মান সম্পন্ন। নতুন কোচও ভালো। আমরা যদি নিজেদের দল হিসেবে গড়ে তুলতে পারি তাহলে আমরা ফেবারিটদের মধ্যে থাকব।’
No comments:
Post a Comment