Social Icons

Tuesday, September 6, 2016

ইয়েমেনে বিমান হামলায় আল-কায়েদার ১৩ সদস্য নিহত

ইয়েমেনে বিমান হামলায় আল-কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলার (একিউএপি) ১৩ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। বুধবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 
 
মার্কিন কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ আগস্ট থেকে ৪ সেপ্টম্বরের মধ্যে কেন্দ্রীয় ইয়েমেনের শাবওয়াহতে তিনটি বিমান হামলা চালানো হয়েছে। 
 
তবে কিভাবে এই হামলা চালানো হয়েছে এবং নিহতের পরিচয় কি তা বিবৃতিতে জানানো হয়নি। 
 
যুক্তরাষ্ট্র বলেছে, ঐ এলাকা, যুক্তরাষ্ট্র ও অন্যান্যদের জন্য এই গ্রুপটি এখনো হুমকিস্বরূপ। 
 
যুক্তরাষ্ট্র বিবৃতিতে বলেছে, ইয়েমেনে আল-কায়েদার বিরুদ্ধে হামলার ফলে সন্ত্রাসী নেটওয়ার্কে চাপ সৃষ্টি করেছে। এছাড়া মার্কিন নাগরিক, আমাদের দেশ ও জোটের ওপর হামলার পরিকল্পনা ও পরিচালনার বিষয়টি প্রতিরোধ করেছে। 
 
সৌদি সমর্থিত সরকার ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে ইয়েমেনে সাড়ে ছয় হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া ২৫ লাখের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates