ব্রাজিল বিশ্বকাপে চমক উপহার দেওয়ার পর কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজকে দলে টেনে নেয় রিয়াল মাদ্রিদ। তবে ইনজুরি আর মাঠে চমক অব্যাহত রাখতে না পারায় লস ব্লাঙ্কোস শিবিরে এক প্রকার উপেক্ষিত হয়ে পড়েন তিনি।
রিয়াল শিবিরে ‘বিবিসি’ খ্যাত বেল, বেনজেমা ও রোনালদোর সঙ্গে পাল্লা দিয়ে ভালো করতে না পারায় সম্প্রতি অনেক ম্যাচে দর্শক হিসেবে খেলা দেখতে হচ্ছে রদ্রিগেজকে।
তবে লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ম্যাচে আজ দলে নেওয়া হতে পারে রদ্রিগেজকে। কেননা ফ্লুতে আক্রান্ত হওয়ায় আজ খেলতে পারবেন না রিয়াল শিবিরের বড় তারকা রোনালদো।
এ ছাড়া উরুর ইনজুরির কারণে আজকের ম্যাচে খেলতে পারবেন না দারুণ ফর্মে থাকা গ্যারেথ বেলও। তাই আজ নিজেকে প্রমাণ করার দারুণ একটি সুযোগ পেতে পারেন রদ্রিগেজ।
এ মৌসুমে রিয়ালের হয়ে এখনো মাঠে নামা হয়নি রদ্রিগেজের। ৮০ মিলিয়ন ইউরোতে সান্তিয়াগো বার্নাব্যুতে আসা রদ্রিগেজ লা লিগায় তৃতীয় মৌসুম শুরুর অপেক্ষায় রয়েছেন।
রদ্রিগেজের মাঠে নামা নিয়ে কোচ জিদান আগেই জানিয়েছিলেন, ‘জেমস যে কোনো মুহূর্তে খেলা শুরু করতে পারে। ক্রমেই জেমস ভালো করছে। সে দলে এসে ব্যবধান গড়ে দিতে পারে। আমি তার উপর খুবই সন্তুষ্ট।’
রিয়াল শিবিরে রোনালদোর সঙ্গে স্বয়ংক্রিয় বাছাই হিসাবে দলে ঠাঁই পেয়ে যান বেল। সেই সঙ্গে করিম বেনজেমা ও মোরাতারাও মাঠে ৯০ মিনিট খেলতে চান। আর মাঝমাঠে কাসেমিরো, লুকা মডরিচ ও টনি ক্রুসরা রিয়াল কোচ জিদানের প্রথম পছন্দ। তাই রদ্রিগেজকে নিতে গিয়ে কিছুটা সমস্যায় পড়ে যান তিনি। তবে আজ মাঠে নেমে ভালো কিছু করে দেখাতে পারলে পরের ম্যাচগুলোতে তার উপর আস্থা রাখতে পারবেন জিদান।


No comments:
Post a Comment