বেলজিয়ামের ব্যবসায়ী জেভিয়ার ভ্যানেসতে চেয়েছিলেন, ব্যবসার সুবিধার্থে ব্রাজ জুড়ে বিয়ারের পাইপ লাইন তৈরি করতে। যাতে খুব কম খরচে সহজেই বেলজিয়ামের ‘ব্রাজসে জট’ পৌঁছে যেতে পারে সবার কাছে। বেলজিয়ামের অন্যতম জনপ্রিয় বিয়ারের ব্র্যান্ড এই ‘ব্রাজেস জট’। ব্রাজের মানুষ এই খবর শুনে আহ্লাদে আটখানা। জেভিয়ার ভ্যানেসতের এই প্রোজেক্টে ‘ক্রাউডফান্ডিং’ ব্যবস্থা থাকায় উদ্বোধনের আগেই ৩ লাখ ইউরো চলে আসে। যারা এই ফান্ডিংয়ে অর্থ সাহায্য করেছেন তাদের জন্য আকর্ষণীয় অফার রেখেছেন জেভিয়ার।
২০১০ সালে জেভিয়ারের মাথায় এমন অদ্ভুত ভাবনা আসে। খারাপ রাস্তায় বিয়ার ভর্তি ট্রাক নিয়ে যেতে গেলে ক্ষতি হয় প্রচুর। যদি পাইপলাইনের মাধ্যমে বিয়ার পরিষেবা দেওয়া গেলে অনেক খরচ কমবে এবং সময়ও বাঁচবে।
বিয়ারের পাইপ লাইন হবে শুনে ব্রাজের এক রেস্তোরাঁর মালিক ফিলিপ লে লুপ আনন্দে ১১ হাজার ডলার অর্থ সাহায্য করেন জেভিয়ারকে।
ফিলিপ লে-র মতো অনেক মানুষ এই পাইপ লাইন তৈরিতে অর্থ সাহায্য করেছেন। তাদের জন্য জেভিয়ার আকর্ষণীয় অফার দিচ্ছেন। এই অফার শুনে তো অনেকে বলছেন, জীবনের সবচেয়ে মূল্যবান গিফ্টটা পেয়ে গেলাম। কী সেই গিফ্ট?
ক্রাউডফান্ডে যারা অর্থ দিয়ে সাহায্য করেছেন, তাদের জন্য রয়েছে গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ তিন ধরনের প্যাকেজ। উদাহরণ হিসাবে জেভিয়ার জানিয়েছেন, সাড়ে ৭ হাজার ইউরো দিয়ে যারা গোল্ড সদস্যপদ পেয়েছেন, প্রতি দিন একটি করে ৩২৫ মিলিলিটার বিয়ার বোতল পাবেন তারা।
৮০০ ইউরো দিয়ে সিলভার সদস্য পদ পেয়েছেন যারা, তাদের জন্য বছরে ২৪টি বিয়ারের বোতল দেওয়া হবে। এই অফারও থাকছে সারা জীবনের জন্য।
ব্রোঞ্জ সদস্যরা সারা জীবন বছরে একটি করে বিয়ারের বোতল পাবেন। ২২০ ইউরো দিলে ব্রোঞ্জ সদস্যপদ দেওয়া হচ্ছে।
শহর জুড়ে দুই মাইল বিয়ার পাইপ লাইন বসানো হয়েছে।
প্রতিদিন প্রায় দেড় হাজার লিটার বিয়ার ঘণ্টায় ১২ মাইল গতিতে আপনার বাড়িতে পৌঁছে দিতে পারবে সংস্থা।
No comments:
Post a Comment