রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে জলবায়ু উষ্ণতা সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে তিনি প্রত্যাহার করে নেবেন বলে যে অঙ্গীকার ব্যক্ত করেছেন তার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন কয়েক শ’ শীর্ষস্থানীয় বিজ্ঞানী। অন্যদিকে, নিউইয়র্ক এলাকায় সম্প্রতি দুটি বোমা বিস্ফোরণের পর অভিবাসীদের ওপর ট্রাম্পের কট্টর অবস্থানে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার অভিযানে বিতর্কের সৃষ্টি হয়েছে আবারও এবং তার ছেলে সিরীয় শরণার্থীদের মরণঘাতী ক্যান্ডির সঙ্গে তুলনা করায় সৃষ্টি হয়েছে তীব্র বিতর্কের। খবর ওয়েবসাইট ও এএফপির।
নোবেল পুরস্কারপ্রাপ্ত ৩০ ব্যক্তিসহ যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান একাডেমির (এনএএস) ৩শ’ ৭৫ জন সদস্য মঙ্গলবার এক খোলা চিঠিতে বলেছেন, যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তি থেকে সরে পড়লে বৈশ্বিক উষ্ণতার প্রভাব হ্রাসে বৈশ্বিক কৌশল উন্নয়ন আরও অনেক কঠিন হয়ে পড়বে। চিঠিতে বলা হয়, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর প্যারিস এ্যাকর্ড প্রত্যাখ্যানের পক্ষে মত প্রকাশ করায় বেশ উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ প্রত্যাখ্যানে বিশ্বের বাকি অংশকে এই স্পষ্ট বার্তা দেবে যে, মানুষসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক সমস্যার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোন দায় নেই। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন উদ্ভিদবিদ ইও উইলসন, পদার্থবিদ স্টিফেন হকিং ও ক্লৌদ ক্যাননিজারেস, জ্যোতির্বস্তুবিদ সাইমন ডিএম হোয়াইট ও নোবেল পুরস্কার বিজয়ী টমাস স্টিটজ, মাইকেল লেভিট ও উইলিয়াম ড্যানিয়েল ফিলিপস।
জাতীয় বিজ্ঞান একাডেমি প-িতদের একটি ব্যক্তিগত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিজ্ঞান ও প্রযুক্তিগত বিষয়ের ওপর যুক্তরাষ্ট্রকে পরামর্শ দেয়। চিঠিতে স্বাক্ষরকারীরা বলেছেন, তারা উদ্যোগটি নিয়েছেন ব্যক্তিগতভাবে, একাডেমি বা তাদের প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে নয়। প্যারিসে গত ডিসেম্বরের প্রায় ২ শ’টি দেশ গ্রিনহাউস গ্যাস নিগর্মন হ্রাস বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি দু’ডিগ্রী সেলসিয়াসের নিচে রাখার জন্য সম্মত হয়।
No comments:
Post a Comment