২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ঘটনায় ভুক্তভোগী মার্কিন নাগরিকদের পরিবারগুলোকে সৌদি আরবের বিরুদ্ধে মামলার অনুমতি দিয়ে একটি বিল অনুমোদন করেছে মার্কিন কংগ্রেস। ৯/১১ নামে পরিচিত ওই সন্ত্রাসী হামলার ১৫তম বার্ষিকীর আগ মুহূর্তে বিলটি পাস হলো।
১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে সৌদি আরবের বিরুদ্ধে মামলা না করতে পারার যে দায়মুক্তি এর আগে দেওয়া হয়েছিল, এ বিলের মাধ্যমে তা বাতিল হলো। গত মে মাসে সিনেটেও এ বিল ১০০ ভোটে অনুমোদিত হয়েছিল। বিলটির বিপক্ষে সিনেটে কোনো ভোটই পড়েনি। এরপর শুক্রবার প্রতিনিধি পরিষদ সর্বসম্মতভাবে বিলটি অনুমোদন করলো। তবে কংগ্রেসে বিলটি অনুমোদিত হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা পুনর্বার তা প্রত্যাখ্যান করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হতে পারে—এই আশঙ্কা করে ওবামা এমন অবস্থান নিয়েছেন।
প্রসঙ্গত, ২০০১ সালে ১১ সেপ্টেম্বর ছিনতাই করা একাধিক যাত্রীবাহী বিমান নিয়ে নিউইয়র্কের টুইন টাওয়ার এবং মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে ১৯ ব্যক্তি আত্মঘাতী সন্ত্রাসী হামলা চালায়। হামলাকারীদের মধ্যে ১৫ জনই ছিল সৌদি নাগরিক। সূত্র: বিবিসি
No comments:
Post a Comment