ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ সাহায্যকর্মী নাজানিন জাঘারি র্যাটক্লিফকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের আদালত। গত এপ্রিলে তাকে গ্রেফতার করা হয়েছিল।
স্বামী রিচার্ড র্যাটক্লিফ জানিয়েছেন, নাজানিন বলেছেন তিনি এই অবস্থায় আর থাকতে পারছেন না। দুই বছরের মেয়ে গ্যাব্রিয়েলাকে ছাড়া থাকতে তার খুব কষ্ট হচ্ছে। মাকে গ্রেফতার করার পর গ্যাব্রিয়েলার পাসপোর্ট নিয়ে যাওয়া হয়েছে। সে এখন তার নানা-নানির সাথে বসবাস করছে।
ছুটিতে বাবা-মায়ের সাথে দেখা করতে গেলে নাজানিনকে তেহরান বিমানবন্দরে গ্রেফতার করা হয়। নাজানিন থমসন রয়টার্স ফাউন্ডেশনে কাজ করতেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় নাজানিন জাঘারিকে কারাদণ্ড দেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে তারা ইরানের কর্মকর্তাদের সাথে আলোচনা চালিয়ে যাবে।
র্যাটক্লিফ বলেন, গত শুক্রবার তার স্ত্রী তাকে ফোন করে জানিয়েছেন তাকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তিনি ভয়াবহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। নাজানিনের পরিবার জানান, ইরান সরকার কখনও স্পষ্ট করেনি তার বিরুদ্ধে কি অভিযোগ। প্রথমে ইরানের কর্মকর্তারা ইরান বিরোধী চক্রের সাথে তার জড়িত থাকার অভিযোগ করেছিলেন। গ্রেফতার করার সময় নাজানিন নিরাপত্তা বাহিনীর এক সদস্যের কাছে অভিযোগ জানতে চাইলে বলা হয়, জাতীয় নিরাপত্তাজনিত কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। -বিবিসি
No comments:
Post a Comment