যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম এমন পারমাণবিক অস্ত্রসহ ক্ষেপণাস্ত্রের উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে উত্তর কোরিয়া। গত শুক্রবার দেশটির নেতা কিম জং উনের আরো একটি পরমাণু বোমা পরীক্ষার ঘোষণা দেওয়ার পর এমন তথ্য দিল বিশেষজ্ঞরা। খবর এনডিটিভি’র।
এ পরীক্ষাকে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার সবচেয়ে বড় পারমাণবিক বোমা বিস্ফোরণ বলে উল্লেখ করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার বিশেষজ্ঞ এলিসন ইভানস জানিয়েছেন, এ পরীক্ষা ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু অস্ত্র উৎক্ষেপণের জন্য ব্যালিস্টিক মিসাইলগুলোর উন্নয়নের সুস্পষ্ট ইঙ্গিত।
দেশটির কাছে বর্তমানে ১৫ থেকে ২০টি পরমাণু অস্ত্র রয়েছে। এগুলো সব স্বল্প দূরত্বে আঘাত হানতে সক্ষম। তাই তারা আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরিতে মনোযোগ দিয়েছে। গত পাঁচ বছর আগে দেশটির ক্ষমতায় কিম জং উন আসার পর থেকেই পরমাণু অস্ত্র উন্নয়নের বিষয়টি গতি পায়। পাঁচটি পরীক্ষার তিনটিই উনের শাসনামলে হয়েছে।
No comments:
Post a Comment