Social Icons

Sunday, September 4, 2016

চীনা পর্যটকদের জন্য ভিসা সহজ করল আমিরাত

চীনের নাগরিকরা এখন থেকে সংযুক্ত আরব আমিরাতে গিয়েই ভিসা নিতে পারবে বলে ঘোষণা দিয়েছেন আমিরাতের প্রধানমন্ত্রী।  রবিবার এক ঘোষণায় প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাখতুম বলেন, ‘চীনের পর্যটকদের আমরা বিমানবন্দরে আগমনের পর ভিসা দেয়ার একটি সিদ্ধান্ত নিয়েছি।’
 
প্রধানমন্ত্রীর দাপ্তরিক টুইটার একাউন্টে প্রকাশিত মন্তব্যে তিনি বলেন, ‘চীনের সঙ্গে আমাদের সম্পর্ক কৌশলগত এবং অন্যতম অগ্রাধিকার।’ 
 
সংযুক্ত আরব আমিরাত নিজেকে আঞ্চলিক বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে গত এক দশকের বেশি সময়ে কয়েকশ’ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের মধ্যে দুবাই পর্যটকদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয়।
 
২০১৫ সালে এক কোটি ৪২ লাখ লোক দুবাই সফর করেছে। ২০২০ সাল নাগাদ তারা এই সংখ্যা আড়াই কোটিতে উন্নীত করার টার্গেট নির্ধারণ করেছে। 
 
গত ফেব্রুয়ারিতে দুবাই পর্যটন প্রধান ইসাম কাজিমের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ২০১৫ সালে সাড়ে চার লাখ চীনা নাগরিক দুবাই ভ্রমণ করেছেন। যা এর আগের বছরের তুলনায় ২৯ শতাংশ বেশি।
 
উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি ৪৭টি দেশের নাগরিকরা আমিরাতে এসে ভিসা নিতে পারবেন।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates