এক সপ্তাহের মধ্যে সিঙ্গাপুরে জিকা ভাইরাসের আক্রান্ত রোগী সংখ্যা দাঁড়িয়েছে ২৪২ এ। জিকার দ্রুত এই ছড়িয়ে পড়ায় আতঙ্কে পড়েছে পুরো দক্ষিণ এশিয়া।
সম্প্রতি এক গবেষণায় দেখা যায় আফ্রিকা ও এশিয়ার ২০০ কোটিরও বেশি মানুষ জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
তবে সিঙ্গাপুরে হঠাৎ করে জিকা রোগীর সংখ্যা বেড়ে গেল কিভাবে সেটা এখন জানা যায়নি। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তারা এমন দুজন রোগী পেয়েছেন যাদের মাধ্যমে ধারণা করা হচ্ছে যে এটি দক্ষিণপূর্ব এশিয়া থেকে আসছে।
২০১৫ সালের নভেম্বরে ব্রাজিলে জিকা ভাইরাসের কারণে জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এরপর চলতি বছর ফেব্রুয়ারিতে সারাবিশ্বেই জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এশিয়ার মাঝে শুধু সিঙ্গাপুরেই জিকা ধরা পড়েনি। থাইল্যান্ড ও মালয়েশিয়াতেও জিকা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। তাই এশিয়ায় খুব দ্রুতই এই রোগ ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এশিয়ার কিছু অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। একই সঙ্গে জলাবদ্ধতাও বিশ্বের অন্যান্য এলাকা থেকে বেশি। তাই এখানে এডিস মশা জন্মানোর সম্ভাবনাও প্রবল।
এমার্জিং ইনফেকসাস ডিজিসের উপ-পরিচালক বলেন, এশিয়ার কোনো শহরে ৫০ লাখে থেকে এক কোটি মানুষ বাস করে। সেখানে জিকা ভাইরাস সংক্রমণের আশঙ্কা সবচেয়ে বেশি।
সিএনএন
No comments:
Post a Comment