একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার প্রতিবাদে সারাদেশে হরতাল পালন করছে দেশটি। সোমবার সকাল ছয়টায় শুরু হওয়া এই হরতাল চলবে দুপুর দুইটা পর্যন্ত।
গত শনিবার রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরপরই জামায়াতের পক্ষ থেকে এক বিবৃতিতে হরতালের কর্মসূচি দেয়া হয়।
তবে হরতালে রাজধানীতে তেমন প্রভাব পড়েনি। সকাল থেকেই যান-চলাচল করছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
No comments:
Post a Comment