জমি তৈরি করার জন্য বনে আগুন দেয়াকে হারাম আখ্যা দিয়ে ইন্দোনেশিয়ায় ফতোয়া দিয়েছে দেশটির সর্বোচ্চ ইসলামী কর্তৃপক্ষ।
প্রতি বছর ইন্দোনেশিয়ায় বেআইনিভাবে প্রচুর বন কেটে আগুন দেয়া হয়। ইন্দোনেশিয়ার বনের আগুন বায়ুদূষণ তৈরি করছে যা ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বনে আগুন দেয়া বন্ধ করতে ইন্দোনেশিয়া কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এখন দেশটির সরকারি কর্মকর্তাদের আশা, ফতোয়া জারির পর বনে আগুন দেয়ার ঘটনা কমবে। ফতোয়ার ফলে এ সংক্রান্ত আইনের প্রতি মানুষের শ্রদ্ধা বাড়বে বলেও তারা আশা করছেন।
জাকার্তায় সম্মেলনে ইন্দোনেশিয়ার ওলামা কাউন্সিল ও পরিবেশ মন্ত্রণালয় বনে আগুন দেয়া বন্ধ করতে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে।
ওলামা কাউন্সিলের পরিবেশ সংরক্ষণ বিষয়ক প্রধান ওলামা হায়ু প্রাবো বিবিসিকে বলেন, বনে আগুন দেয়ার বেশিরভাগ ঘটনাই বিভিন্ন কোম্পানি করে থাকে। একে হারাম ঘোষণা দেয়ায় আশা করা হচ্ছে মানুষ এর বিরুদ্ধে দাঁড়াবে।
No comments:
Post a Comment