ওই ভবনে দুটি বেসরকারি ব্যাংক ও এলজির শোরুম রয়েছে বলে জানা গেছে।
গুলশান থানার ওসি (তদন্ত) সালাহ উদ্দিন মিয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে ভবনে কয়েকজন সন্দেহভাজন লোক অবস্থান করছেন বলে খবর আসে। পরে নিরাপত্তার খাতিরে ভবনটি ঘিরে ফেলা হয়।
তিনি আরও বলেন, ভবনে থাকা সন্দেহভাজনরা যে সন্ত্রাসী বা জঙ্গি তা ঠিক না, চোরও হতে পারে।
এ নিয়ে আতংকের কিছু নেই বলেও জানান সালাহ উদ্দিন মিয়া।
জানা গেছে, ভবনের এলজি শোরুমে ৩/৪ জন যুবক জোর করে ঢুকে পড়ে। পরে ওই শোরুমের নিরাপত্তারক্ষীরা শোরুমের গেট আটকে পুলিশে খবর দেন।


No comments:
Post a Comment