শ্রীলঙ্কাকে ম্যালেরিয়া-মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার এক বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়। গত সাড়ে তিন বছরে দেশটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হওয়ার একটি ঘটনাও চোখে পড়েনি। একে অসাধারণ উল্লেখ করে এই ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংস্থাটির আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং বলেন,‘বিংশ শতকের মাঝামাঝি সময়েও শ্রীলঙ্কা ছিল সবচেয়ে বেশি ম্যালেরিয়া উপদ্রুত অঞ্চলগুলোর একটি।’
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে,ম্যালেরিয়া-বিরোধী অভিযানে শ্রীলঙ্কার সাফল্যের কারণ হলো, তারা কেবল মশাকে লক্ষ্য করেই তা চালায়নি, বরং ম্যালেরিয়ার জীবাণুকে লক্ষ্য করেই অভিযান চালানো হয়েছিল।
No comments:
Post a Comment