ভারতে যৌনকর্মীদের নিয়ে সাম্প্রতিক সমীক্ষা প্রকাশ করা হয়েছে।এতে উঠে এসেছে যৌনকর্মীদের নিয়ে নানা তথ্য। যৌনকর্মীদের সংখ্যা কত? মূলত কোন শ্রেণীর মানুষরা যৌন ব্যবসায় নাম লেখাচ্ছেন বা লেখাতে বাধ্য হচ্ছেন?
এটিই সমীক্ষায় বেশি প্রাধান্য পেয়েছে।
এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম জি নিউজ।
আসুন জেনে নিই একনজরে বিভিন্ন তথ্য-
১) ভারতে মোট যৌনকর্মীর সংখ্যা- ২ থেকে ৩ মিলিয়ন। এর মধ্যে একটা বড় সংখ্যক মানুষই ইচ্ছার বিরুদ্ধে এই পেশায় এসেছেন।
২) ভারতীয় ও নেপালি মেয়েদের যে অংশটা ১৩-১৯ বছর (টিন এজার) বয়সের মধ্যে যৌন পেশায় এসেছেন তাদের বেশিরভাগকেই জোর করে নিয়ে আসা হয়েছে।
৩) বিশ বছর বা তার চেয়ে বেশি বয়সে যেসব মেয়েরা যৌন ব্যবসায় এসেছেন তাদের অধিকাংশই অর্থনৈতিক কারণে এই পেশায় আসতে বাধ্য হয়েছেন।
৪) ভারতে শতকরা ৯০ ভাগ যৌনকর্মীর মেয়েরা যৌন ব্যবসাকেই নিজেদের পেশা হিসাবে বেছে নেন।
৫) ভারত ও নেপালের মতো দেশগুলোতে যেখানে জাতিভেদ প্রথা আজও বিদ্যমান সেখানে নির্দিষ্ট কয়েকটি বর্ণের মেয়েদের এই পেশায় বেশ কম বয়েসে আসতে দেখা যায়।
Sunday, November 6, 2016
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment