লিবিয়ায় মানবপাচারের অভিযোগে চার বাংলাদেশিকে গ্রেপ্তারের পাশাপাশি দেশ থেকে পাচার হওয়া ৬৫ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেইসবুক পাতায় গ্রেপ্তারকৃতদের ছবিসহ দেওয়া একটি পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
এরা হলো- মানবপাচারকারী চক্রের হোতা রানা ভট্টাচার্য এবং তার ঘনিষ্ঠ সহযোগী মো. ওয়ালিউর রহমান, সুমন শরিফ ও হাফিজুল শেখ।
দূতাবাসের ফেইসবুকে বলা হয়, তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে অবৈধভাবে লিবিয়ায় নতুন কর্মীদেরকে এনে তাদেরকে গোডাউনে আটকে রেখে অতিরিক্ত অর্থ আদায় করত বলে অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া নতুন আসা বাংলাদেশিদের অনেককে অবৈধভাবে সাগর পথে ইতালি পাচারের সঙ্গেও তারা জড়িত ছিল বলে প্রমাণ পাওয়ায় লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনী তাদের আস্তানায় ব্যাপক অভিযান চালায় বলে জানানো হয়।
সেখান থেকে ৬৫ জন নতুন বাংলাদেশি কর্মীকে বন্দীদশা মুক্ত করার পাশাপাশি মানবপাচারকারী চার জনকেও গ্রেপ্তার করা হয়।
বর্তমানে অভিযুক্ত চার জন লিবিয়ার প্রচলিত আইনে বিচারাধীন রয়েছে, বলেও ওই ফেইসবুক পোস্টে লেখা হয়েছে।


No comments:
Post a Comment