Social Icons

Monday, November 7, 2016

ট্রাম্প প্রেসিডেন্ট হলে ফার্স্ট লেডি হবেন কে?

মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যেমন আলোচিত, তেমনি সমানভাবে আলোচিত হচ্ছেন তার তিন স্ত্রীও। তবে প্রথম দুই স্ত্রী ট্রাম্পের ঘর ছেড়ে গেছেন। সঙ্গ দিচ্ছেন একজন। তাই ট্রাম্প জিতলেও বর্তমান স্ত্রী মেলানিয়া নাউসই হবেই ফার্স্ট লেডি। তবে পশ্চিমা দুনিয়ায় অালোচিত ট্রাম্পের তিন স্ত্রীই। কারণ তিনজনই তাদের ক্যারিয়ারের শুরুতে ছিলেন মডেল। চলুন এক নজরে দেখে নেওয়া যাক তাদের সম্পর্কে অজানা কিছু তথ্য।
ইভানা ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী যুক্তরাষ্ট্রের একসময়ের জনপ্রিয় মডেল ইভানা। অসংখ্য পুরুষের ঘুম হারাম করা ইভানা শেষ পর্যন্ত নিউইয়র্কের ধুনকুবের ট্রাম্পের গলায় মালা পরান। রাজকীয় আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। ১৯৪৯ সালে চেকোস্লোভাকিয়ায় জন্ম নেওয়া ইভানা আগে অবশ্য আলফ্রেড উইঙ্কলমায়ার নামের এক ব্যক্তিকে বিয়ে করেন। ১৯৭৬ সালে তার সঙ্গে বিচ্ছেদের পর  পেশাগত কারণে কানাডা চলে যান। কানাডা থেকে যুক্তরাষ্ট্র। ১৯৭৭ সালে ট্রাম্পের সঙ্গে বিয়ের পর ১৯৯২ সাল পর্যন্ত ভালোই কেটেছিল ইভানার সংসার। ট্রাম্পের ব্যবসায় নিজেও ডুবে গিয়েছিলেন। ১৫ বছরের সংসার জীবনে ট্রাম্প ও ইভানার ঘরে আসে তিন সন্তান। তারা হলেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, এরিক ট্রাম্প এবং কন্যা ইভাঙ্কা ট্রাম্প। কিন্তু আটকে রাখা যায়নি তাদের বন্ধন। ১৯৯২ সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তবে ইভানার তিন সন্তান এখন ট্রাম্প অরগানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট। বিচ্ছেদের তিন বছর বাদে আবার বিয়ে করেন ইভানা। তিন বছর সংসার করে প্রায় এক দশক একাকী থাকার পর আবার বিয়ে করেন ইভানা। এখানে দুই বছরের মতো সংসার শেষে এখন তিনি একা। তবে সামাজিক ও উন্নয়নমূলক অনেক কাজের সঙ্গে জড়িত আছেন।  
মারলা ম্যাপলস
ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মারলা ম্যাপলস হলিউড সুন্দরী হিসেবে মার্কিন দুনিয়ায় খুবই জনপ্রিয়। আবেদনময়ী ম্যাপলস বেশ কিছু মুভিতে অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন। প্রথম স্ত্রী ইভানা থাকা অবস্থায় ১৯৯০ সালের দিকে ট্রাম্পের প্রেমে পড়েন ম্যাপলস। বেশ কিছুদিন চুটিয়ে প্রেম করেন তারা দুজন। এরই মধ্যে ইভানার সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ায় ১৯৯৩ সালে ট্রাম্পকে বিয়ে করেন ম্যাপলস। তবে বেশি দিন টেকেনি তাদের সংসার। প্রায় ছয় বছর সংসার করার পর ১৯৯৯ সালে ট্রাম্পের ঘর ছাড়েন এই মডেল। তবে বিচ্ছেদ হওয়ার আগে তাদের ঘর আলো করে আসে এক সন্তান। এসময় সংসারের টানাপড়েনে একপর্যায়ে নিজের ক্যারিয়ার থেকে সরে আসেন অভিনয়ের পাশাপাশি সংগীতে সমান পারদর্শী এই সুন্দরী। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে ঘোষণা করার পর ঘরে বসে নেই ট্রাম্পের সাবেক স্ত্রী ম্যাপলস। তার পক্ষে বিভিন্নভাবে সমর্থন জোগাড়ের চেষ্টা করছেন তিনি।
মেলানিয়া নাউস
ট্রাম্পের তৃতীয় ও বর্তমান স্ত্রী মেলানিয়া নাউস স্লোভেনিয়ান বংশোদ্ভূত মার্কিন নাগরিক।  পেশায় মডেল। অলঙ্কার ও ঘড়ির নকশা করেও খ্যাতি কুড়িয়েছেন তিনি। এখন তার সবচেয়ে বড় পরিচয় তিনি ট্রাম্পের স্ত্রী। ১৯৭০ সালে জন্ম নেওয়া মেলানিয়া ১৬ বছর বয়স থেকে মডেলিংয়ে আসেন। তারপর পাড়ি জমান ইতালি। সেখান থেকে যুক্তরাষ্ট্র। তারপর শুরু হয় ট্রাম্পের সঙ্গে প্রেমকাহিনী। ২০০৫ সালে ট্রাম্পকে বিয়ে করে এখনো সংসার করে যাচ্ছেন মেলানিয়া। ব্যারন উইলিয়াম ট্রাম্প নামে তাদের বছর দশেকের এক পুত্র সন্তান রয়েছে। মেলানিয়া বেশ কিছু আন্তর্জাতিক ম্যাগাজিনের প্রচ্ছদ মডেল হয়েছেন। 

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates