নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ইনজুরি আক্রান্ত হওয়ায় ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা বেশ কিছুদিনের জন্য মাঠের বাইরে চলে গেছেন। থাইয়ের পেশীতে ইনজুরির কারণে ধারণা করা হচ্ছে ইনজুরি থেকে ফিরতে এই তারকার ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে।
ইতোমধ্যে ৯ নভেম্বর থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া পাঁচ ম্যাচের টেস্ট ম্যাচ থেকে বাদ পড়েছেন রোহিত।
এ সম্পর্কে প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেছেন, দূর্ভাগ্যবশত: রোহিত বেশ গুরুতর ইনজুরিতে আক্রান্ত হয়েছে। পুরোপুরি সুস্থ হতে হয়ত অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। ইংল্যান্ডে তার চিকিৎসা করানো হবে। অস্ত্রোপচার ছাড়াই তাকে আট সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। তবে অস্ত্রোপচার হলে এই সময় হয়ত আরো বাড়তে পারে।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হবে ২০ ডিসেম্বর। এরপর বিরতির পরে ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। ঐ সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠলে হয়তবা সীমিত ওভারের সিরিজে রোহিতের খেলার সম্ভাবনা রয়েছে।
No comments:
Post a Comment