মসুলে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ইরাকি বাহিনীর অভিযানের পর প্রথমবারের মতো বার্তা দিয়েছেন আইএস নেতা আব বকর আল-বাগদাদি। বার্তায় তিনি বলেছেন, নিজেদের জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।
বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কে আক্রমণের জন্য আইএস যোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাগদাদি।
বৃহস্পতিবার অনলাইনে প্রকাশিত এক অডিও বার্তায় বাগদাদি বলেছেন, ইসলামিক স্টেটের এই প্রচণ্ড লড়াই, পুরো যুদ্ধ ও মহান জিহাদ শুধু আমাদের বিশ্বাস বাড়িতে তুলছে। এগুলো আমাদের জয়ের পূর্বলক্ষণ।
৩১ মিনিটের ঐ রেকর্ডিংয়ের সত্যতা এখনো যাচাই করা হয়নি।
এর আগে সর্বশেষ গত বছরের ডিসেম্বরে বাগদাদি বার্তা দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সিরিয়ায় আইএসকে দুর্বল করতে ব্যর্থ হয়েছে।
এবারের বার্তায় তিনি ‘আল্লাহর শত্রুদের বিরুদ্ধে জিহাদকে’ দুর্বল হতে না দিতে মসুলের নিনেভ প্রদেশের জনগণের প্রতি আহ্বান জানান।
আইএসের আত্মঘাতী যোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিশ্বাসীদের রাতগুলোকে দিনে পরিণত করুন, তাদের ভূমিকে মরুভূমিতে পরিণত করুন এবং তাদের রক্তে নদী বইয়ে দিন।
No comments:
Post a Comment