সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কথিত রাজধানী রাকা পুনরুদ্ধারে অভিযান শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি ও আরব সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী সিরিয়া ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ)। মার্কিন জোটের বিমান হামলার সহযোগিতায় এই অভিযান রবিবার থেকেই শুরু করবে বলে জানিয়েছে বিদ্রোহীরা।
আইএস যোদ্ধাদের অবস্থান থেকে দূরে থাকার বিষয়ে সতর্ক করেছে বেসামরিক নাগরিকদের। রাকার উত্তরে কুর্দি ও আরব যোদ্ধারা বেশ কয়েকটি জায়গা পুনর্দখল করতে সক্ষম হয়েছে। আইএসের হাত থেকে মসুল পুনরুদ্ধারে মার্কিন সমর্থিত ইরাকি অভিযান চলার মধ্যেই রাকা অভিযানের খবর আসলো।
কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া অধ্যুষিত এসডিএফ জোট গত দুই বছরে মার্কিন নেতৃত্বাধীন জোটের সিরিয়ার উত্তরাঞ্চলে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ মিত্রে পরিণত হয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত তুরস্ক মার্কিন জোটের সঙ্গে এই লড়াইয়ে অংশ নেবে না। তুরস্ক কুর্দি সংগঠন ওয়াইপিজিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে এবং রাকা মুক্ত করার লড়াইয়ে ওয়াইপিজির অংশগ্রহণ মেনে নেবে না। বিবিসি।


No comments:
Post a Comment