বুলগেরিয়ায় রবিবার সকালে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। নতুন প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট রোসেন প্লেবনেলিয়েভের স্থলাভিষিক্ত হবেন।
দেশব্যাপী ১২ হাজার ৪শ’র বেশি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে রাত আটটা পর্যন্ত। পাশাপাশি একই সময়ে প্রবাসীরা ৭১টি দেশের ৩২৫টি ব্যালট বাক্সে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
ভোট গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বুথ ফেরত সমীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এছাড়া মঙ্গলবার সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে। উল্লেখ্য, প্রার্থীকে নির্বাচিত হওয়ার জন্য ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে।
এএফপি।
No comments:
Post a Comment