সিঙ্গাপুর সীমান্তবর্তী ইন্দোনেশিয়ার বাটামে একটি অভিবাসী শ্রমিকবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে ৩৮ জনকে জীবিত ও ২১ জনকে মৃত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরও ৩৪ জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, আজ বুধবার সকালে নৌকা ডুবির ঘটনাটি ঘটে। এ সময় ওই নৌকাতে ৯৩ জন অভিবাসী শ্রমিক ছিলেন। তারা মালয়েশিয়ার জোহর বাহরু থেকে আসার পথে নৌকা ডুবির কবলে পড়েন।
হরিয়ান্ত নামে এক শ্রমিক জানান, তারা জোহর বাহরুর সেলিং থেকে মঙ্গলবার রাত ৩টার দিকে রওয়ানা দেন। এ সময় শক্তিশালী ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। এদিকে, ঘটনাস্থল ও এর আশপাশে অভিযান অব্যাহত রেখেছেন দেশটির উদ্ধার কর্মীরা।
No comments:
Post a Comment