পাকিস্তানের গাদ্দানি শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন বলে শেষ পর্যন্ত পাওয়া খবরে বলা হয়েছে। মঙ্গলবার সকালে একটি তেল ট্যাঙ্কারে দফায় দফায় বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। ট্যাঙ্কারটিতে বেশ কয়েকজন আটকে পড়ার খবরও পাওয়া গেছে।
শিপব্রেকিং শ্রমিক ইউনিয়নের নেতা জানান, বন্দর নগরী করাচি থেকে ৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে গাদ্দানি শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণের পর সৃষ্ট অগ্নিকাণ্ডে ট্যাঙ্কারটি সম্পূর্ণ পুড়ে যায়। ইউনিয়ন প্রেসিডেন্ট বাশার মেহমুদানি বলেন, যা ঘটেছে তা অত্যন্ত ভয়াবহ। পুড়ে যাওয়া ট্যাঙ্কারটিতে কতোজন আটকা পড়েছেন সে সংখ্যা এখনও নিশ্চিত নয়।
নাসির মানসুর নামে দেশটির জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের এক প্রতিনিধি জানান, বিস্ফোরণের ঘটনায় ট্যাঙ্কারটির টুকরো দুই কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। ট্যাঙ্কারটির বিস্ফোরণ স্থানে এখনও আগুন জ্বলছে। বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক ৬ জন নিহতের খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
No comments:
Post a Comment