যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা বিল, যা 'ওবামাকেয়ার' হিসেবে পরিচিত, তার মূল অংশ তিনি অক্ষত রাখতে চান।
এর মধ্য দিয়ে বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রে ২০১০ সালে পাস হওয়া এই বিলের বিরোধিতা করা ট্রাম্প এক্ষেত্রে আপসের ইঙ্গিত দিলেন। গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে বৈঠকের পরই 'ওবামাকেয়ার' নিয়ে কথা বললেন ট্রাম্প।
ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি ওবামার স্বাস্থ্যসেবা বিলের দুটি মূল ভিত্তি অপরিবর্তিত রাখতে চান কারণ তিনি 'ওই ভিত্তিগুলোকে খুব পছন্দ করেন'।
যে দুই ভিত্তির কথা ট্রাম্প বলছেন তার একটি হচ্ছে— প্রাক-বিদ্যমান রোগের (অ্যাজমা, ডায়াবেটিস, ক্যান্সার) ক্ষেত্রে বীমা সুবিধা দিতে বীমা কোম্পানিগুলোর অস্বীকৃতি জানাতে পারবে না।
আরেকটি হচ্ছে— তরুণদের তাদের বাবা-মায়ের বীমা পলিসির অন্তর্ভুক্ত করা।
ওয়াল স্ট্রিট জার্নালকে ট্রাম্প জানান, হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে তার দেড় ঘণ্টা বৈঠক হয়েছে। আর ওই বৈঠকই তাকে ওবামার স্বাস্থ্যসেবা বিল পুরোপুরি বাতিল করার অবস্থান থেকে সরিয়ে এনেছে।
ট্রাম্প টাওয়ারে বসে দেওয়া সাক্ষাৎকারে নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, 'বৈঠকে আমি প্রেসিডেন্ট ওবামাকে বলেছি— আমি তার পরামর্শ গ্রহণ করবো এবং সম্মানের সঙ্গেই আমি সেটা করবো।'
তিনি বলেন, 'হয় ওবামাকেয়ার সংশোধন করা হবে, নয়তো বাতিল অথবা প্রতিস্থাপন করা হবে।
এর আগে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছিলেন, সরকারি পরিচালিত স্বাস্থ্য সেবা বীমা 'একটি পরিপূর্ণ বিপর্যয়' এবং 'মারাত্মক দুর্যোগ'।
গত মাসেই তিনি বলেছিলেন, 'ওবামাকেয়ার সবকিছু ধ্বংস করে দিচ্ছে।' সে সময় তিনি নামমাত্র খরচে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানে নিজের পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। তবে ওবামাকেয়ারের বদলে তার পরিকল্পনা কী হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।
সূত্র: বিবিসি
Saturday, November 12, 2016
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment