বিপিএলে নিজেদের দ্বিতীয় জয়ের জন্য চিটাগাং ভাইকিংসের দরকার ১২৮ রান। এর আগে আজ শনিবার দিনের প্রথম এই ম্যাচে টস জিতে খুলনা টাইটান্সকে ব্যাটিংয়ে পাঠান ভাইকিংস অধিনায়ক তামিম ইকবাল।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান করেছে খুলনা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল রিয়াদের দল।
রিকি উইসেলেস ও হাসানুজ্জামানের উদ্বোধনী জুটিতে মাত্র ৩ ওভারে ৩৪ রান তুলে নেয় দলটি। তবে এরপরই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় টাইটান্সরা। মাত্র ১৭ বলে চারটি চারে ২৮ রান করেন উইসেলেস।
এক পর্যায়ে ৪ উইকেটে ৫২ রান ছিল খুলনার স্কোর। তবে পঞ্চম উইকেটে অলক কাপালি ও নিকোলাস পুরান যোগ করেন ২৫ রান। দলীয় ৭৭ রানে মোহাম্মদ নবীর বলে ২৩ রান করে তাসকিনের তালুবন্দী হন কাপালি।
এরপর ষষ্ঠ উইকেটে আরিফুল ইসলামকে নিয়ে আরো ৪৮ রান যোগ করেন পুরান। এই জুটিতেই লড়াই করার মতো স্কোর পায় টাইটান্সরা। ৩০ বলে ২৯ রান করেন পুরান। অপরদিকে ১৬ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন আরিফুল।
চিটাগাংয়ের মোহাম্মদ নবী তিনটি ও তাসকিন আহমেদ নেন দুটি উইকেট।
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment