Social Icons

Thursday, November 17, 2016

নিজের কবর খুঁড়ে সারা ফেললেন বৃদ্ধ

নিজের জন্য কবর খুড়লেন কানাডার এক ব্যক্তি। ৯০ বছরে পা দেওয়া জিমি কিকহ্যামের এই কাণ্ডে কানাডা জুড়ে সারা পড়ে গেছে।

বিবিসি জানায়, বৃহস্পতিবারই ৯০ বছর বয়স হলো কিকহ্যামের। হঠাতই নিজের কবর খোড়ার সিদ্ধান্ত নেন তিনি।


কিকহ্যাম বলেছেন, শুরুতে গেলাম পুরোহিতের কাছে। তারপর গেলাম যারা মরদেহ সৎকার করেন তাদের কাছে। এরপর কবরের মাপজোক হলো। এর পর নিজেই শুরু করে দিলাম কবর খোঁড়ার কাজ।

এলাকার গির্জার ব্যবস্থাপক বলেছেন, এমন কাণ্ড তিনি জীবনে কখনো দেখেননি।

বিষয়টি আরও আনন্দের হবে যখন তার নাতিরা এসে জানবেন নানার কবর খুঁড়ে যাওর রহস্য। এমনটাই মনে করছেন কিকহ্যাম।

বিবিসি বলছে, ৯০ বছর বয়সী ওই ব্যক্তির পেশাই ছিল কবর খোঁড়া। ৬০ বছর ধরে তিনি কবর খুঁড়ছেন।

হঠাৎ তিনি সিদ্ধান্ত নিলেন এত কবর খুঁড়েছেন জীবনে, এখন নিজেরটাও তিনি নিজেই খুঁড়বেন। পরিবারের সদস্যদের যখন কথাটা বললেন তারা বিষয়টাতে বাধ সাধলেন। শেষমেশ সবাইকে রাজি করাতে পেরেছেন।

তবে খোঁড়ার পর কবরটা খালিই পড়ে আছে। আর সুস্থভাবে হেঁটে জীবনকে এখনো উপভোগ করছেন জিমি কিকহ্যাম।

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates