Social Icons

Sunday, November 13, 2016

নোট নিষেধাজ্ঞা: প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন মোদী

ভারতে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য রাতারাতি ৫০০ ও ১০০০ টাকার নোট নিষিদ্ধ করার পরে জীবন সংশয়ের আশঙ্কা করছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তিনি ঘোষণা দিয়েছেন, জীবন্ত পুড়িয়ে মারলেও দুর্নীতির বিরুদ্ধে লড়াই তিনি থামাবেন না।
 
ভারত সরকার জোর দিয়ে বলছে, জাল টাকা এবং কালোটাকার রমরমা রুখতে ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট রাতারাতি বাতিল করে দেয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা অত্যন্ত জরুরি ছিল। কিন্তু বিরোধী দলগুলি জনসাধারণের হয়রানির কথা তুলে ধরে পথে নেমেছে। সরকার উপযুক্ত প্রস্তুতি না নিয়ে কেন এই পদক্ষেপ করল, বিরোধীদের তরফে সেই প্রশ্ন তোলা হচ্ছে। মোদী সরকারকে তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে। সেই সমালোচনা নস্যাৎ করতে রবিবার অত্যন্ত আক্রমণাত্মক মনোভাব নিয়েই মুখ খুললেন তিনি।
 
রবিবার টুইটারে দেয়া এক পোস্টে মোদী বলেন, ‘আমি জানি অনেক শক্তি আমার বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছে, তারা হয়তো আমাকে বাঁচতে দেবে না, তারা হয়তো আমাকে ধ্বংস করে দেবে। কারণ ৭০ বছর ধরে তারা যে লুটতরাজ চালাচ্ছিল, তা বন্ধ হয়ে যাচ্ছে।  কিন্তু আমি প্রস্তুত।’ 
 
শুধু টুইটারেই কিন্তু নয়, রবিবার নিজের ভাষণেও মোদী বলেছেন, তাঁকে খুন করা হলেও তিনি পিছু হটবেন না। গোয়ায় দেয়া ভাষণে তিনি বলেন ‘কেউ যদি আমাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টাও করে, তা হলেও আমি থামব না।’

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates