নিউজিল্যান্ডে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন জিওলজিক্যাল জানিয়েছে, ক্রাইস্টচার্চ থেকে ৯৫ কি.মি দূরে এই ভূমিকম্প হয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নর্থ আইল্যান্ডের পূ্র্বাঞ্চলীয় উপকূলে অল্পসময়ের মধ্যে সুনামি আঘাত হানতে পারে। স্থানীয় বাসিন্দাদের দ্বীপের অভ্যন্তরে চলে যাওয়ার পরামর্শ দিয়ে টুইটারে পোস্ট করা হয়। সেখানে বলা হয়, সুনামির প্রথম ধাক্কাটা হয়তো শক্তিশালী হবে না। কয়েক ঘণ্টা ধরে সেটি অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০১১ সালে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্রাইস্টচার্চে ১৮৫ জন নিহত হয়। হাজারো ভবন ধসে যায়। নিউজিল্যান্ড কুখ্যাত ‘আগ্নেয় মেখলা’য় অবস্থিত। প্রশান্ত মহাসাগর জুড়ে অবস্থিত কল্পিত এই রেখায় ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত ঘটে নিয়মিত। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির মাত্রা সম্পর্কে এখনো জানা যায়নি।


No comments:
Post a Comment