চার ম্যাচের প্রতিটিতে হেরে আপাতত শিরোপার লড়াই থেকে কিছুটা হলেও ছিটকে পড়েছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগামীকাল চট্টগ্রাম পবের্র দ্বিতীয় দিন কুমিল্লার প্রতিপক্ষ রংপুর রাইডার্স। তবে এই ম্যাচের আগের অনেকটাই নির্লিপ্ত ভিক্টোরিয়ান্স দলপতি মাশরাফি বিন মতুর্জা।
লড়াইয়ে ফেরার জন্য একটা মাত্র জয়ের দরকার কুমিল্লার। বিষয়টা স্বীকার করলেন মাশরাফিও। জানালেন, একটি মাত্র জয়ই পুরো দলের অবস্থা বদলে দিতে পারে।
ম্যাশ আরো জানান, চার ম্যাচ হারার পর আর হারানোর কিছুই নেই কুমিল্লার। তাই সবকিছুই ইতিবাচকভাবে দেখতে চান তিনি। 'চেষ্টা করতে হবে ভালো খেলার। যেহেতু কিছুই আমাদের পক্ষে আসেনি, তাই হারানোর কিছু নেই। এখন মাঠের লড়াই দরকার। দেখি কি হয়!’
এবারের বিপিএলে কুমিল্লার ব্যাটিংয়ের চিত্রটা ভয়াবহ। প্রথম তিন ম্যাচে যথাক্রমে ১৩২, ১২৯ আর ১৩১ রান সংগ্রহ করেছে দলটি। শেষ ম্যাচে ঢাকার বিপক্ষে মাশরাফির অসম লড়াইয়ে স্কোর ১৬০ পার করতে পেরেছে ভিক্টোরিয়ান্স।
বিপিএলে পরপর চার ম্যাচ হারার ব্যাখ্যা নেই অধিনায়ক মাশরাফির কাছে। এখন পরিকল্পনা কি? জানতে চাওয়া হলে ম্যাশের উত্তর, 'আমরা এমন এক পজিশনে আছি, হারানোর কিছু নেই। যখন প্রত্যাশা থাকে, তখন চাপ থাকে। এখন প্রত্যাশা নেই, তাই চাপটাও অনেক কম। প্রত্যাশাবিহীন জায়গা থেকে যদি পারফর্ম করতে পারি, তাহলে হয়তো ভালো হতে পারে।’
মারলন স্যামুয়েলস, খালিদ লতিফ, আহমেদ শেহজাদ, লিটন দাস, ইমরুল কায়েসরা যদি নিজেদের সেরাটা খেলতে পারেন তাহলে এখনো অনেক কিছু হতে পারে কুমিল্লার।
লড়াইয়ে ফেরার জন্য একটা মাত্র জয়ের দরকার কুমিল্লার। বিষয়টা স্বীকার করলেন মাশরাফিও। জানালেন, একটি মাত্র জয়ই পুরো দলের অবস্থা বদলে দিতে পারে।
ম্যাশ আরো জানান, চার ম্যাচ হারার পর আর হারানোর কিছুই নেই কুমিল্লার। তাই সবকিছুই ইতিবাচকভাবে দেখতে চান তিনি। 'চেষ্টা করতে হবে ভালো খেলার। যেহেতু কিছুই আমাদের পক্ষে আসেনি, তাই হারানোর কিছু নেই। এখন মাঠের লড়াই দরকার। দেখি কি হয়!’
এবারের বিপিএলে কুমিল্লার ব্যাটিংয়ের চিত্রটা ভয়াবহ। প্রথম তিন ম্যাচে যথাক্রমে ১৩২, ১২৯ আর ১৩১ রান সংগ্রহ করেছে দলটি। শেষ ম্যাচে ঢাকার বিপক্ষে মাশরাফির অসম লড়াইয়ে স্কোর ১৬০ পার করতে পেরেছে ভিক্টোরিয়ান্স।
বিপিএলে পরপর চার ম্যাচ হারার ব্যাখ্যা নেই অধিনায়ক মাশরাফির কাছে। এখন পরিকল্পনা কি? জানতে চাওয়া হলে ম্যাশের উত্তর, 'আমরা এমন এক পজিশনে আছি, হারানোর কিছু নেই। যখন প্রত্যাশা থাকে, তখন চাপ থাকে। এখন প্রত্যাশা নেই, তাই চাপটাও অনেক কম। প্রত্যাশাবিহীন জায়গা থেকে যদি পারফর্ম করতে পারি, তাহলে হয়তো ভালো হতে পারে।’
মারলন স্যামুয়েলস, খালিদ লতিফ, আহমেদ শেহজাদ, লিটন দাস, ইমরুল কায়েসরা যদি নিজেদের সেরাটা খেলতে পারেন তাহলে এখনো অনেক কিছু হতে পারে কুমিল্লার।
No comments:
Post a Comment