Social Icons

Thursday, November 17, 2016

গভীর বিভক্তিতে যুক্তরাষ্ট্র: হিলারি

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন দেশকে গভীর বিভক্তিতে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন হিলারি ক্লিনটন।

ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রেসিডেন্ট নির্বাচনে হারের পর বুধবার ওয়াশিংটনে প্রথমবারের মতো এক অনুষ্ঠানে এসে একথা বলেন ডেমোক্রেট দলের এই প্রার্থী। খবর এএফপির


হিলারি বলেন, 'বিশ্বের বৃহত্তম এ দেশ প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বিভাজিত হয়ে পড়েছে।'

তিনি আরো বলেন, 'গত এক সপ্তাহে অনেক মানুষই নিজেকে নিজেই প্রশ্ন করেছে—এই কি আমেরিকা আমরা যেমনটা ভেবেছিলাম? এই নির্বাচন দেশকে গভীর বিভাজনে ফেলে দিয়েছে। কিন্তু শুনুন আমি বলছি, আমেরিকা তা কাটিয়ে উঠবে।'

সুবিধাবঞ্চিত শিশুদের স্বার্থে এগিয়ে আসা অ-লাভজনক প্রতিষ্ঠান 'চিলড্রেন'স ডিফেন্স ফান্ডের' এক অনুষ্ঠানে অংশ নিতে এসে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি এসব কথা বলেন। সংগঠনটি গড়ে তোলার ক্ষেত্রে অবদানের জন্য অনুষ্ঠানে তাকে সম্মানিত করা হয়।

১৯৭০ সালে একজন তরুণ আইনজীবী হিসেবে প্রথম হিলারি এই সংগঠনের জন্য কাজ শুরু করেন। পরে তিনি এ প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

হিলারি বলেন, 'আমি স্বীকার করব—এভাবে জনসম্মুখে আসা আমার জন্য খুব একটা সহজ বিষয় ছিল না। কারণ মাত্র গত সপ্তাহেরও কিছু সময় ধরে আমি কেবল ভেবেছি, ভালো বই কিংবা কুকুর নিয়ে বাড়িতেই পড়ে থাকব। কখনই বাড়ি থেকে বেরুবো না।'

তিনি বলেন, 'দেশের প্রতি বিশ্বাস রাখুন, মূল্যবোধের জন্য সংগ্রাম করুন তাহলে কখনোই হতাশ হবেন না।'

সাবেক এই ফার্স্ট লেডি আরো বলেন, 'এ অনুষ্ঠানে আসা দর্শকদের অনেকেই নির্বাচনের এমন ফলাফলে গভীরভাবে হতাশ হয়েছেন।'

সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার জন্য দর্শকদের প্রতি আহ্বান জানান হিলারি। তিনি বলেন, 'নির্বাচনী প্রচারণায় আমার প্রতিদ্বন্দ্বীর বিভিন্ন প্রতিশ্রুতির অন্যতম ছিল অবৈধ অভিবাসীদের দেশ থেকে বের করে দেয়া।' তবে হিলারি বক্তব্যে নির্বাচনে তার রিপাবলিকান দলের প্রতিদ্বন্দ্বীর নাম উল্লেখ করেননি।

তিনি বলেন, 'এমন প্রতিশ্রুতির পর নেভাদায় ছোট্ট এক শিশু আমাকে বলে, সে অনেক আতঙ্কিত—কারণ তার বাবা-মাকে দেশে ছেড়ে চলে যেতে হবে! এই বলে সে কেঁদে ফেলে। যুক্তরাষ্ট্রে তার মতো আজ অনেক শিশু আতঙ্কিত।'

No comments:

Post a Comment

 

© সর্বস্বত্ব সংরক্ষিত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

সম্পাদকীয় কার্যলয়

Rua padre germano mayar, cristo rio -80040-170 Curitiba, Brazil. Contact: +55 41 30583822 email: worldnewsbbr@gmail.com Website: http://worldnewsbbr.blogspot.com.br

সম্পাদক ও প্রকাশক

Jahangir Alom
Email- worldnewsbb2@gmail.com
worldnewsbbbrazil@gmail.com
 
Blogger Templates